Hum Hum Waterfall, Moulvibazar, Sylhet | হামহাম ঝর্ণা, মৌলভীবাজার, সিলেট

হামহাম ঝর্ণা, মৌলভীবাজার, সিলেট


হামহাম ঝর্ণা সম্পর্কে-About Hum hum WaterFall

  • Hum hum waterfall was discovered in 2010
    হামহাম জলপ্রপাতটি ২০১০ সালে আবিষ্কৃত হয়।
  • Hum hum waterfall Situated in Razkandi Reserve Forest, Moulvibazar, Sylhet.
    হামহাম জলপ্রপাতটি সিলেট বিভাগের,মৌলভীবাজার জেলার, কমলগঞ্জ উপজেলার অন্তর্গত
    রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবস্থিত। 
  • The average height of this waterfall is 147 to 160 feet.
    এই ঝর্নার উচ্চতা ১৪৭ থেকে ১৬০ ফুট 

হামহাম ঝর্নায় কীভাবে যাবেন? How to go Hum hum waterfall?

  • ঢাকা থেকে বাস অথবা ট্রেনযোগে প্রথমে শ্রীমঙ্গল যেতে হবে।বিমানযোগে যেতে চাইলে ঢাকা থেকে সিলেট যেতে হবে, অতঃপর সিলেট থেকে বাস বা ট্রেনযোগে শ্রীমঙ্গল আসতে হবে।তবে যেদিন হামহাম ভ্রমন করবেন, তার আগেরদিন রাতে শ্রীমঙ্গল পৌঁছানো উত্তম। কারন,আপনি হাতে সময় নিয়ে, হোটেলে চেক-ইন, শ্রীমঙ্গল শহরে ঘোরাঘুরি, পাঁচভাই এবং  পানসীরেস্টুরেন্টে খাওয়া, চা পাতা কেনা ইত্যাদি করতে পারবেন।

    First you have to take Bus or Train to reach Sreemongol. If you like to go throughAir then you have to take your flight from Shahjalal International Airport to sylhet. After that you can reach Sreemongol by bus or Train.But the day you choose to travel HumHum Waterfall, its better to reach Sreemongol a day before. Because then you will have time enough to checking in the Hotel, roaming the town, having food from Panch-vai and Panshi Restaurant and buy some tea leaf.

  • শ্রীমঙ্গল থেকে হামহাম জলপ্রপাতে যেতে হলে, আপনাকে খুব ভোরে রওনা দিতে হবে।পথে কুড়মা বাজারে নাস্তা সেরে নিন।যেহেতু শ্রীমঙ্গল বৃষ্টিবহুল এলাকা, সেক্ষেত্রে আপনি রেইনকোট নিয়ে নিতে পারেন। সাথে প্রয়োজনীয় মেডিসিন,লবন (জোঁকের জন্য) , শুকনো খাবার, পানি, এবং ট্র্যকিং এর জন্য প্রয়োজনীয় কাপড়চোপড়, আপনার ব্যাকপ্যাকে নিয়ে নিন।শ্রীমঙ্গল থেকে লোকাল সিএনজি ভাড়া নিয়ে কলাবন পাড়া চলে যান।সিএনজি ভাড়া (আসাযাওয়া) ১৫০০ টাকা নেবে। চা শ্রমিকরাই ওখানে গাইড হিসেবে কাজ করে, তারা ২০০-৩০০ টাকা নেয়। কলাবন পাড়া থেকে প্রায় ৭ কিলো ভেতরে হামহাম। আপনাকে উঁচুনিচু পাহাড়, পাথুরে ঝিরি, এবং বনের মধ্য দিয়ে প্রায় আড়াই ঘন্টা হাঁটতে হবে,আসা যাওয়া মিলিয়ে ৫ ঘণ্টা। যাওয়ার পথে আপনাকে জোঁকের কামড় খেতে হতে পারে, তাই লবন রেডি রাখুন। আড়াই ঘণ্টা হাঁটার পরেই আপনি পেয়ে যাবেন নয়নাভিরাম ঝর্না হামহাম। অসাধারন জলরাশি আপনাকে শুধু বিমুগ্ধই করবেনা, আপনাকে নিয়ে যাবে গহীন জঙ্গলের ভেতর এক অতিপ্রাকৃতিক জগতে।

    To travel HumHum waterfall from Sreemongol, you must start early at the morning. take you breakfast in KURMA Bazar on the way. Though Sreemongol is the rainy area, you can take your raincoat with you. Please take, necessary medicine, dryfood, Mineral water and the trekking suit on your backpack. Rent a CNG from Sreemongol and go to KALABAN PARA. CNG fare will be about 1500 taka inclusion up and down. The labour who are working on the the garden also works as the guide taking 200-300 taka. HumHum waterfall is 7 KM inside from Kalaban Para.You have to walk about 5 hours through Zigzag hill tracks, stone embedded waterways and deep forest. Leeches may bites you on the way, so make you salt ready. Trekking about 2.30 hour you will find the eye splashing waterfall HUMHUM. Outstanding waterways just not only fascinates you but also it let be in a Supernatural world inside deep Jungle. 

Bamboo Made Bridge on the way of Humhum Waterfall
Stone Embedded waterways on the way


Travellers Trekking through the deep forest and heading towards the Humhum Waterfall
Wild Trekker on the way of Humhum Waterfall early on the Morning
A group of traveller taking the photo infront of Humhum Waterfall

A traveller walking alone on the
waterways inside forest


ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাস সার্ভিস সমূহঃ Bus services from Dhaka to Sreemongal

ঢাকা থেকে মৌলভীবাজারে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ ১। হানিফ পরিবহন আরামবাগ কাউণ্টারের ফোন নং:০১৭১৩৪০২৬৭১ সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং:০১৭১৩৪০২৬৭৩ ২। শ্যামলী পরিবহন আরামবাগ কাউণ্টারের ফোন নং: ৭১০২২৯১, ০১৯৩৬২৬০২৩ সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং: ০১৭১৮০৭৫৫৪১, ৭৫১১০১৯, ৭৫৫০০৭১ ৩। মামুন এণ্টারপ্রাইজ সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১২:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় বাস ছেড়ে যায়; সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং: ০১৭১৮৪৩৮৭৩২ জনপদ মোড়ের কাউণ্টারের ফোন নং: ০১৯১৭৭৭০৬১ ফকিরাপুল কাউণ্টারের ফোন নং: ০১৯১২৮৭৪৬৭ এছাড়াও প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকার মালিবাগ রেলগেট, রাজারবাগ এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজার এক্সপ্রেস ও সোহাগ পরিবহন মৌলভীবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়। এসব বাসের এসি কোচের টিকেটের দাম ৭৫০/- টাকা থেকে ৯০০/- টাকার মধ্যে এবং নন এসি কোচের টিকেটের দাম প্রায় ৪৫০/- টাকা।

শ্রীমঙ্গলের আবাসিক হোটেলসমূহঃ Residential Hotels in Sreemongol

০১। শ্রীমঙ্গল রিসোর্ট, পাওয়ার গ্রীড  রোড, উত্তর সুর,  শ্রীমঙ্গল। মোবা: ০১৭৪৮৭০৯৪৯০
০২। রেইন  ফরেষ্ট রিসোর্ট , উত্তরসুর  শ্রীমঙ্গল । মোবা: ০১৯৩৮৩০৫৭০৬
০৩। সবুজবাংলা  আবাসিক  হোটেল হবিগঞ্জরোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭৩২৪১৯২৬০
০৪। হোটেল নীলিমা আবাসিক, হবিগঞ্জরোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭২৪৭৫৯৮৫৭
০৫। গ্রীন ভিউ  রেষ্ট হাউস  সাগরদিঘী রোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১৯৮৯৬৭৮৮
০৬। হোটেল  হাদিয়া, হবিগঞ্জ  রোড, শ্রীমঙ্গল মোবা: ০১৭৪৮২৩৯১১৫
০৭। হারমিটেজ  গেষ্ট হাউস, রাধানগর,শ্রীমঙ্গল। মোবা: ০১৭১১৫৯৫২৬৫
০৮। নিসর্গ  লিচি  বাড়ী, রাধানগর, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১৬৯৩৯৫৪০
০৯। নিসর্গ  নিরব , রাধানগর, শ্রীমঙ্গল।  মোবা: ০১৭১৫০৪১২০৭
১০। টি  রিসোর্ট,  বাংলাদেশ টি বোর্ড,  ভানুগাছ  রোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১২০৭১৫০২
১১। শ্রীমঙ্গল  হিল  ভিউ  রেষ্ট  হাউস,১০নং  ভানুগাছ  রোড শ্রীমঙ্গল। ০১৭৩৬২৮৪১৫৬
১২। জেনারেল  টুরিষ্ট হাউস, পূর্বাশা, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১১১৫৯৭০৩
১৩ হোটেল  বিরতি , চৌমুহনা,  শ্রীমঙ্গল। মোবা: ০১৭১২৭২২৭৭৮
১৪। হোটেল  প্লাজা,  কলেজ  রোড,  শ্রীমঙ্গল। ০৮৬২৬৭১৫২৫, ০১৭১১৩৯০০৩৯
১৫। গার্ডেন  ভিউ  রেষ্ট  হাউস , সিরাজনগর,  শ্রীমঙ্গল।  মোবা: ০১৬৭০২৮৮৯৩০
১৬। শ্রীমঙ্গল  গেষ্ট  হাউস , সবুজবাগ, শ্রীমঙ্গল।  ০৮৬২৬৭২৮২০, ০১৭২৭২৩৭৯৮০
১৭। মুক্তা  হোটেল,  হবিগঞ্জ  রোড, শ্রীমঙ্গল।  ০৮৬২৬৭১১৮০, ০১৭২২২৫৩৫৯৬
১৮। হোটেল  আল রহমান, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল।  ০৮৬২৬৭১৪৭৮, ০১৭১২৩১৭৫১৫
১৯। টি  টাউন  রেষ্ট  হাউস, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল।  ০৮৬২৬৭১০৬৫, ০১৭১৮৩১৬২০২
২০। হোটেল  ইউনাইটেড,  চৌমুহনা, শ্রীমঙ্গল।  মোবা: ০১৭১১০৭৪৭১৯
২১। হোটেল  তাজ  মহল সেন্ট্রাল  রোড, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১৬০৭৪৯২৬
২২। সন্ধ্যা  হোটেল, নতুন বাজার, শ্রীমঙ্গল। মোবা: ০১৭১১৯৭৭০৭৬
২৩। গ্রান্ড সুলতান টি রিসোর্ট  এন্ড গলফ, বালিশিরা, শ্র্রীমংগল।মোবা: ০১৭৩০৭৯৩৫২৯ 

Latest